শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন বাড়ল স্বর্ণের দাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: সায়েদুর রহমান সেনাকুঞ্জে অধ্যাপক ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময় নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের অভিযানের নামে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের  অভিযোগ  পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

সাফিনা মৌসির নতুন গান “বড় ভালোবাসে তোকে আমার মন”

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৪.২৭ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ছোটবেলা থেকেই সংগীত জগতে আছি গানের শুরুটাও খুব ছোট থেকেই। রংপুর শিল্পকলা শিশু একাডেমিতে ৮ বছরের কোর্স কমপ্লিট করেছি। এবং এর পাশাপাশি বাসায় ওস্তাদ এর কাছে তালিম নিয়েছি। এখনো শিখছি। মৌলিক গান নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে ইচ্ছা আছে মৌলিক গানের একটা ভারি জায়গা তৈরি করার। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার বিশটার বেশি মৌলিক গান রয়েছে। আরো অনেকগুলো মৌলিক গানের কাজ করা হয়েছে। ডুয়েট গানেরো অনেক গুলো কাজ করা হচ্ছে। আশা করছি সামনে দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছে। সম্প্রীতি রোজার ঈদে বেশ কিছু মৌলিগান প্রকাশিত হয়েছে এবং কোরবানি ঈদে আরো কিছু গান আসতে যাচ্ছে। কোরবানির ঈদে আমার এবং টুটুল খানের নতুন একটি গান “বড় ভালোবাসে তোকে আমার মন” শিরোনামের গানটি রিলিজ পাবে। ছোটবেলা থেকে সব ধরনের গান করা হয়েছে তবে এখন আধুনিক গানটা বেশি করা হয়। তবে সব গানের ই চর্চা করা হয়। বাংলাদেশ টেলিভিশন সহ প্রায় অনেক সংখ্যক টিভি চ্যানেলে রেগুলার কাজ করছি এবং অনেকগুলো টিভি চ্যানেলে আমি এনলিস্টেড রয়েছি বর্তমানে। আর বর্তমান সময়ে টিভি শো সহ রেকর্ডিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে। এর পাশাপাশি পড়ালেখা তেও অনেক সময় দিতে হচ্ছে। আমি এবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি তে অনার্স করছি, ইচ্ছে আছে ব্যারিস্টার হওয়ার।

পড়ালেখা গান বাজনা সবটা মিলিয়ে একটা ব্যস্ত সময় পার করছি। আমার প্রথম মৌলিক গান ছিল হৃদয়ের আয়না শিরোনামের একটি গান এই গানটি দিয়েই মানুষের কাছে পৌঁছেছি ভালোবাসা পেয়েছি।আমার অনেকগুলো মৌলিক গানের মধ্যে এই গানটা আমার নিজের কাছেও অনেক বেশি প্রিয়। আমি সবসময় আধুনিক গান করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করি তাই এজন্য সবগুলো আধুনিক মৌলিক গান করছি।বর্তমান সময়ে শিল্পীকে ভিউয়ের মাধ্যমে তুলনা করা হলেও আমি ভিউটাকে কখনোই বড় মনে করে দেখি না। আমি ভিউয়ের জন্য বা ভাইরাল এ ধরনের কোন গান করিনি ভবিষ্যতেও করবো না। এমন কিছু গান করতে চাই যে গানগুলো আজীবন বেঁচে থাকার মত। মানুষ মনে রাখবে প্রশংসা করবে। গান গেয়ে আবারো হারিয়ে যেতে চাই না, যেন মানুষ মনে গেঁথে রাখে এ ধরনের কিছু কাজ করে যেতে চাই।

গানের জগতে আমার আইডল শ্রদ্ধেয় রুনা লায়লা সাবিনা ইয়াসমিন এবং কঁনকচাপা ম্যাম। আমি উনাদের গান ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি এখনো তাদেরকেই অনুসরণ করি।বর্তমান সময়ে গানের অনেক পরিবর্তন এসেছে ভিডিও কে বেশি প্রাধান্য দিচ্ছে আর একটা সুন্দর মিউজিক ভিডিও আকারে গান প্রকাশিত হলে মানুষ গানের থেকে ভিডিওতে বেশি ফোকাস দিচ্ছে। এতে অডিও গানের শ্রোতা কমে যাচ্ছে। তারপরও আমার মতামত থেকে মনে হয় যে ভালো খারাপ সব টা মিলিয়ে ভালো কিছু যে হচ্ছে না এমনটা নয়, ভালো অনেক গানও হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবাইকে ভালো কিছু সুন্দর গান উপহার দিতে পারি। দর্শকদের অনেক অনেক ভালোবাসা ও দোয়া চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com