সংবাদ সারাক্ষণ রিপোর্টঃ ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক এর নেতৃত্বের প্রদানের নিমিত্তে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১১ জুন) বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্যের আহ্বায়ক কমিটির মনোনয়ন প্রদান করা হয়।
৭ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক হোসেন,যুগ্ম আহ্বায়ক,দৈনিক সংবাদ সারাক্ষণ এর উপজেলা প্রতিনিধি মাকসুদুল বাশার বাঁধন,
প্রথম কথা এর প্রতিনিধি মাহবুব আলম পাটওয়ারী,দৈনিক চাঁদপুর সংবাদ এর প্রতিনিধি মোঃ ফারুক হোসেন,সদস্য সচিব হিসেবে দৈনিক স্বাধীন সংবাদ এর প্রতিনিধি মোঃ ইয়াছিন পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক দৈনিক বঙ্গ সংবাদ এর প্রতিনিধি মোঃ শাহ আলম ,অর্থ বিষয়ক সম্পাদক-জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি প্রতিনিধি মোঃ মশিউর রহমান জুয়েল পাঠান।
জানা যায়, বাংলাদেশ প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্থরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আগ্রহ প্রকাশ করায় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ ফয়সাল আলম ইমনের প্রস্তাবনায় ও ফরিদগঞ্জ উপজেলা উদ্যোক্তা ও আহ্বায়ক সাংবাদিক মোঃ ওমর ফারুকের সম্মতিতে এ মনোনয়ন দেয়া হয়েছে। এতে দায়িত্বরতদের সম্মান ও মর্যাদা অটুট রেখে সংবাদ ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে যেতে সাহায্য করবে বলে মনে করেন উক্ত কমিটির অন্যান্য নেতাবৃন্দরা।
Leave a Reply