শনিবার, ১০ জুন ২০২৩, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্র যে বাধার কথা বলছে, সেটা আমাদেরও কথা: ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.২৮ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের চিন্তার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র বাধার কথা বলেছে। আমাদেরও একই কথা।

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেয়া হবে না বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যে বিবৃতি দিয়েছেন, সেটি আওয়ামী লীগেরও কথা বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে কবির কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের চিন্তার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র বাধার কথা বলেছে। আমাদেরও একই কথা।

এই নির্বাচনে যারা বাধা দেবে, তাদের অবশ্যই আমরা প্রতিহত করব। বাধা প্রদানকারীদের বিরুদ্ধে এখানে বক্তব্য আছে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনকে আমরা ফ্যাসিলিটেট করব, সব ধরনের সহযোগিতা করব।’

কাদের আরও বলেন, ‘আমার সর্বশেষ কথা, নির্বাচনকে সামনে রেখে যারা আন্দোলনের নামে বাসে আগুন দেয়, বাসে ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে। কাজেই ওদের খবর আছে।’

নজরুলকে নিয়ে কাদের বলেন, ‘নজরুল প্রেমের, বিদ্রোহ, বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তার বিচরণ। তিনি অসাম্প্রদায়িক ও মানবতার কবি।

‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। এখনও অনেক বাধা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা লড়াই করব। আজকে সেটাই আমাদের অঙ্গীকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com