ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সকলের সুরক্ষার জন্য, কাউকে হয়রানি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সাথে রাষ্ট্রের স্বাধীনতা জড়িত। তাই গণমাধ্যমকে অবশ্যই স্বাধীন হতে হবে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সকলের সুরক্ষার জন্য, কাউকে হয়রানি করার জন্য নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে কাউকে হয়রানি করা হলে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, আগের তুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে, তবে শূন্যের কোঠায় আনতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্যই এ আইন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এই আইন আছে। আমাদের দেশেও এ আইন জনমানুষের নিরাপত্তার জন্য দরকার। অন্যান্য দেশে এ আইন আরও কঠিন বরং আমরা এখনো এ আইন সহনশীল অবস্থায় রেখেছি।
জাতীয় প্রেসক্লাব আয়োজিত মানবাধিকার সংরক্ষণ ও গণতন্ত্র সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই আলোচনায় জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিকদের হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানান তারা।
Leave a Reply