লাল তীর সীড এর উদ্যোগে বাগেরহাট এর চিতলমারি উপজেলার খলিসাখালিতে একটি কৃষক মাঠ দিবস এর আয়োজন করা হয়, উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু ননী গোপাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান কনসালট্যান্ট লাল তীর সীড লিঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুন্নুন রহমান, ডিভিশনাল ম্যানেজার, মোঃ ফখরুদ্দিন সুমন ,আর এম, বাবু তপন কুমার মন্ডল, পরিবেশ,লাল তীর সীড লিঃ, মোঃ সাইফুল ইসলাম ,টি এম, লাল তীর সীড লিঃ।
কৃষানি জনাবা দুলারি মজুমদার বলেন আমি লাল তীর এর এই আগাম ৩৫, জাতের শসা চাষ করে আমি অনেক ফলন পেয়েছি, এই জাতের শসা গিঁটে গিঁটে ফলন ধরে, এবং দেখতে অনেক আকর্ষণীয়, এই জাতের শসা বাজারে চার থেকে পাঁচ টাকায় বেশি দামে বিক্রি হয় অন্যান্য জাতের শসা এর চেয়ে, তিনি আরো বলেন এই শসার জাতটি অনেক তাপমাত্রা সহনশীল,
মাঠ দিবসের উপস্থিত চাষিরা সরজমিনে শসা এর মাঠ পরিদর্শন করেন এবং বলেন এই জাতের শসার যে এত ফলন হয় তা আমরা আগে দেখিনি, আমরা এখন থেকে আগাম ৩৫, জাতের শসা চাষ করবো,
অনুষ্ঠান শেষে কৃষানি জনাবা দুলারি মজুমদার এর হাতে পুরস্কার তুলে দেন লাল তীর সীড লিঃ এর কর্মকর্তাবৃন্দ,
Leave a Reply