তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও প্রাণ হারিয়েছেন তুরস্কের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান। আহমেতের নিহতের সংবাদটি নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালায়াতইয়াসপোর।
তুরস্ক এবং সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রায় নয় হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকমাইল জুড়ে তৈরি হওয়া ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে আরও অসংখ্য মানুষ। এরই মধ্যে কিছু কিছু মানুষকে জীবিত উদ্ধার করা গেলেও মৃতের সংখ্যাই বেশি।
তুরস্কের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে, ‘আমাদের গোলরক্ষক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি।’ ক্লাবটি আরও লিখে, ‘তোমাকে আমরা ভুলবো না, তুমি খুবই ভালো মানুষ ছিলে।’
উল্লেখ্য যে, ২৮ বছর বয়সী তুর্কাসলান তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালায়াতইয়াসপোর হয়ে ছয় ম্যাচ খেলেছিলেন। ২০২১ সালে তিনি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। তুর্কাসলানের মৃত্যুতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং এভার্টনের সাবেক উইঙ্গার, ইয়ানিক বোলাইজ।
Leave a Reply