সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো ৫ জন।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার গহরপুরের চরলাপুর এলাকার মৃত ফুরসত উল্লার ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৬৫) ও একই এলাকার আনহার মিয়া (৪৫)।
জানা যায়, সিলেট-সুলতানপুর-গহরপুর রোডের সিলাম বটতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।
এ সময় আহত হন সিএনজিতে থাকা বাকি পাঁচজন। তাদের উদ্ধার করে স্থানীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply