করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত করোনা শনাক্ত ৬৬ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৫৩৭ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮২৬জনের।
বুধবার (০৪ জানুয়ারি ২০২৩) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ৭৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৭। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৫৫২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৯৬ লাখ ৬৬৮ হাজার ৪৮০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড–১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।
Leave a Reply