পীরগঞ্জ ভোমরাদহ ইউনিয়নের মহিলা সদস্য মালেকা বানুর বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর রেশন কার্ড নিয়ে অনিয়ম দূর্নীতির অভিযোগে গত ৫ই ডিসেম্বর-২০২২ স্বাধীন প্রকাশ অনলাইন প্রিন্ট ও স্থানীয় ‘দৈনিক বিরল সংবাদ’এবং বিভিন্ন পত্র পত্রিকায় পীরগঞ্জ ভোমরাদহ ইউনিয়নের মহিলা সদস্য মালেকা বানুর বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর রেশন কার্ড নিয়ে অনিয়ম দূর্নীতির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ১ নং ভোমরাদহ ইউনিয়নের ১’২’৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃমালেকা বানু ওরফে রুবি।তিনি বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন,উদেশ্য প্রনোদিত ও কাল্পনিক।উল্লেখিত সংবাদটি একটি স্বার্থান্বেষী মহলের প্রোচনায় এ সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য।
প্রতিবেদকের বক্তব্যঃসংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য,অভিযোগের কপি,সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে।এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।
Leave a Reply