কিয়েভের সামরিক প্রশাসক সোমবার জানান যে ইউক্রেনের রাজধানীতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষাগুলোকে আরও শক্তিশালী করতে মিত্রদের প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পুনরায় আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই এই আক্রমণগুলো চালানো হয়।
এক টেলিগ্রাম পোস্টে কিয়েভের সামরিক প্রশাসক বলেন যে ইউক্রেনের বাহিনী ইরানের তৈরি নয়টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।
কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে আক্রমণ চালাতে রাশিয়া বারবার ঐ ধরণের ড্রোনগুলো ব্যবহার করেছে।
জেলেন্সকি তার সান্ধ্যকালীন ভিডিও বক্তব্যে রবিবার বলেন যে তার প্রশাসনের জন্য আকাশ প্রতিরক্ষা “সবসময় অগ্রাধিকার”।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা এবিসি নিউজের “দিস উইক” অনুষ্ঠানে রবিবার বলেন, “আমাদের কাছে যথেষ্ট আকাশ প্রতিরক্ষা না থাকলে কি হয় তা আমরা দেখছি।
মারকারোভা বলেন যে, রুশ ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বৈদ্যুতিক গ্রিডের অর্ধেকই ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “আমাদের এটা থামাতেই হবে। এবং সেটা করার একমাত্র উপায় হল ইউক্রেনের সব জায়গায় বর্ধিত সংখ্যক আকাশ প্রতিরক্ষা [স্থাপন করা]।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা ইউক্রেনে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে করে রাশিয়ার বিমানহামলাগুলো প্রতিহত করা যায়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের এমন প্রত্যাশিত পদক্ষেপের প্রতি নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা এটিকে সংঘাতটিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বৃদ্ধিকারী একটি উস্কানি হিসেবে আখ্যায়িত করেছেন।
Leave a Reply