পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত-এ রবিবার একটি থানায় সন্দেহভাজন জঙ্গীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় চারজন পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন।
লাক্কি পুলিশের এক মুখপাত্র, শাহিদ হামিদ পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন যে, মধ্যরাতে ঐ বিদ্রোহীরা থানাটিতে হামলা চালায়, কিন্তু তারা ভবনটিতে প্রবেশ করতে না পেরে পালিয়ে যায়।
অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানানো হয় যে, হামলাকারীরা গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।
ডন পত্রিকা তাদের প্রতিবেদনে জানায়, পুলিশ সন্দেহ করছে যে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীটি হামলাটির জন্য দায়ী।
কর্মকর্তারা জানিয়েছেন যে, কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
Leave a Reply