রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২১০০ কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সরিষা বীজ দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন। প্রণোদনায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, শরীফুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম প্রমুখ।
Leave a Reply