মোস্তাফিজুর রহমান,চট্টগ্রামঃ চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কর্ণেরহাট ফুডওভার ব্রীজ হতে মানববন্ধনের র্যালী বের করেন র্যালীটি শুরু হয় কর্ণেরহাট থেকে পরে র্যালীটি শেষ হয় অলংকার মোড়ে গিয়ে।
২২ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার সময় মানববন্ধনের র্যালী বের করা হয়।
মোঃ ফারুক হোসনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়নাদ মোরশেদ কনক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান রিপন,মোঃজিয়া উদ্দিন লুভন,সিরাজুল ইসলাম লিটন, নজরুল সরকার,সাধারণ সম্পাদক চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পো,ড্রাইভার্স ও সহকারী ইউনিয়ন ১৩৪৯,মোঃ শাহদাত হোসেন সভাপতি।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন,কার্যকারি সভাপতি মোঃ আমিনুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম মঞ্জু,
অর্থ সম্পাদক মোঃ কায়ছারুল আলম বাবলু, মোঃ জুয়েল হোসেন,জয়লান,
হাবিবউল্লাহ বাহার ও প্রমুখ।
র্যালী ও মানববন্ধনে প্রধান বক্তা বলেন,
বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবেই খারাপ,সরকার প্রতিনিয়ত যানজট নিরসনের জন্য প্রতিনিয়ত ট্রাফিক পুলিশ দিয়ে কাজ করে যাচ্ছেন,রাস্তাঘাটে কোন ধরনের দুর্ঘটনা হোক সেটা আমরা কখনোই চাই না,আমরা চাই সবাই মিলে নিরাপদ সড়ক ব্যবহার করি,নিরাপদ সড়ক ব্যবহারে দুর্ঘটনা হতে বিরত থাকি, সেক্ষেত্রে ফুটওভার ব্রীজ ব্যবহার করতে হবে।
তিনি আর ও বলেন,প্রত্যেক মানুষের সময়ের চেয়ে জীবনের মুল্য কোটি টাকার চেয়ে দামী,নিদিষ্ট স্থান ব্যতীত গাড়ী দাড়া করানো জাবে না,যেখানে সেখানে যাত্রী উঠানামা করানো জাবে না,আমরা নিজেরা সচেতন হয়ে গাড়ী চলাচল করব ও নিরাপদে থাকব,বলে জানান।
Leave a Reply