সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু

ব্ল্যাস্ক চেক নিয়ে মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে হযরানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.২৫ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রামঃ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ব্যাংক চেক ও স্টাম্প এর জালিয়াতি ও মিথ্যা মামলা হয়রানি ও প্রাননাশকের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার সময এই সংবাদ সম্মেলন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মারজানা আক্তার ইজাজ উদ্দিন রাকিব,ইসরাত জাহান,নুসরাত জাহান,ইসমত জাহান,আমেনা বেগম,পারভিন আক্তার সহ ভোক্তভোগী পরিবার।

এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মারজানা আক্তার,লিখিত বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন যাবৎ,চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড নেভীহাসপাতাল গেইট এলাকায় বসবাস করে আসছি,বিগত তিন বছর আগে পারুল বেগম ও লুৎফা খানম নামে দুই জন মহিলার সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের বেশ কিছুদিন পর পারুল এর কাছ থেকে ৫০ হাজার টাকা,ও লুৎফা খানম এর কাছ থেকে দুই ভাগে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা সুদের উপরে নিয়েছিলাম এবং সুদের টাকা ও আমি সময় মত পরিশোধ করেছিলাম।সুদের টাকার সূত্র ধরে আমার বাসায় পারুল বেগম ও লুৎফা খানম নিয়মিত আসা যাওয়া করেন,আমার ছেলে-
মেয়েদেরকে পড়াশোনা করাতেন,প্রায় সময় আমি বাসায় না থাকলে সরাসরি আমার বাসায় চলে আসতেন পারুল ও লুৎফা খানম।বিগত ২২/০৩/২০২২ ইং তারিখে আমার বাসা থেকে দুইটি বিগত ০২/০৩/২০২২ ইং ও ১৯/০৩/২০২২ইং তারিখে আমার বাসা থেকে ট্রাষ্ট ব্যাংক এর চেক বই হারিয়ে যায়,চেক নম্বর,০০২৯০২১৪০৫৪৬৪৪,
ইসলামি ব্যাংক লিঃএর হিসাব নম্বর ১৫০১১২০০০৫০৫১,এবং চেক নম্বর ৩৪৫৯৩৬১ হতে,২৭৯৮৯২১,পযন্ত চেক সমূহ সাক্ষর বিহীন আমার অসর্তকর্তার কারনে হারিয়ে যায়,উক্ত চেকবই এর কোন চেক আমি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের নিকট চুক্তি বা প্রদান করি নাই,চেক বই হারানোর বিষয়ে বিগত ২৪/০৩/২০২২ ইং তারিখে ইপিজেড থানায় একটি জিডি করি,জিডি নং ১১৭০,চেক বই হারানোর বিষয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফোজদারি মামলা করি লুৎফা খানম ও পারুল এর বিরুদ্ধে।

তিনি বলেন,চেক বই হারানোর বিষয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে মামলা ও ইপিজেড থানায় পারুল ও লুৎফা খানম এর বিরুদ্ধে জিডি করেছিলাম বলেই।গত ১২/০৫/২০২২ ইং তারিখে লুৎফা খানম ও পারুল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমার পরিবারের বিরুদ্ধে লুৎফা নিজেই আমার স্বামীর নামে ৭ লাখ ৫০ হাজার টাকা ও আমার নামে ৫ লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করেন।এতে শান্ত না হয়ে জয়নাল নামক এক ব্যক্তিকে দিয়ে আমার বাসা থেকে হারিয়ে যাওয়া কাগজপত্র দিয়ে ২৪ লাখ টাকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। বর্তমানে দুটি মামলা রেডি করেছে পারুল ও লুৎফা। একটি মালমার জামিনে আছেন আমার স্বামী, এবং আরও দুটি মামলার ওয়ারেন্ট বের করেছেন আমার স্বামীর বিরুদ্ধে। আমি আমার পরিবারের ছেলেমেয়েদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, এদের ভয়ে কোথাও কিছু করতে পারছি না,পারুল ও লুৎফা খানম আমার বাসায় বিভিন্ন সময় পুলিশ পাঠিয়ে দিয়ে জানে মারার হুমকি দিতাছে।

তিনি আরো বলেন, পারুল এর স্বামী হুমায়ুন কবির, নৌবাহিনীতে ডেলিবেসিক এর কাজ করেন,এবং লুৎফা খানম এর স্বামী মোঃ আইয়ুব আলী তিনি একজন ডেলি লেবারের কাজ করেন,এরা স্বামী -স্ত্রী মিলে আমার পরিবারকে,যে মিথ্যা মামলা দিয়েছে।আমার পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই মিথ্যা মামলা দায়ের করেছে,পারুল ও লুৎফা খানম,আমি নিরুপায় হয়ে আমার পরিবারের সবাইকে নিয়ে সাংবাদিক ভাইদের সহযোগিতা পাওয়ার জন্য আপনারদের একান্ত সহযোগিতা কামনা করছি।আপনারা আমার পরিবারটাকে রক্ষা করুন।

তিনি আর ও বলেন,আমি সকল টাকা পরিশোধ করার পরেও লুৎফা খানম মারজানা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে ১২ লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করেন এছাড়াও লুৎফা খানম তাদের চেক হস্তান্তর করে(জয়নাল আবেদীন)কে দিয়ে ২২ লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করেন এবং পারুল আক্তার ও ২৪ লাখ টাকার মিথ্যা মামলা করেন,পারুল ও লুৎফা খানম মারজানা আক্তারের বাসায় বিভিন্ন সময় পুলিশ পাঠিয়ে লোকজন দিয়ে ভয়-ভীতি ও জানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে জানান এমন্তঅবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মারজানা আক্তারের পরিবারকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com