সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

সি.ই.পি.জেড এলাকায় মমতা মাতৃসনদ নামক একটি ক্লিনিক থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১.১৫ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামের সি.ই.পি.জেড থানাধীন ৩৯নং ওয়ার্ড নেভী হাসপাতাল গেইটস্থ মমতা মাতৃসনদ ক্লিনিক থেকে নবজাতক শিশুকে চুরি করেন একজন মহিলা ডাক্তার।

২৮ আগস্ট রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান নবজাতক শিশুর বাবা।

নবজাতক শিশু চুরির ব্যাপারে শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি তালাশ টাইমসকে বলেন,গতকাল ২৭ আগস্ট‌ শনিবার সকাল ১০টার দিকে আমি আমার স্ত্রীকে মমতা মাতৃসদন মমতা ক্লিনিক হাসপাতালে ভর্তি করাই এর পরপরেই দুপুরের দিকে আমার স্ত্রীর কোলজুড়ে আসে ছেলে সন্তান,বিকেল ৩টার দিকে অজ্ঞাত এক মহিলা ক্লিনিকে আসেন চট্টগ্রাম মেডিকেলের নার্স পরিচয় দেন এবং টিকা দেয়ার কথা বলে নবজাতককে নিয়ে উধাও হয়ে যান।

তিনি বলেন, নবজাতক শিশুর চুরির পিছনেএই ক্লিনিকের সবাই জরিত আছেন,এরা পরিকল্পিত ভাবে এই কাজটি করেছে,ক্লিনিকে থাকা সিসিটিভির ফুটেজ বের করতে ঘন্টার পর ঘন্টা লাগে কিভাবে প্রায় সাড়ে ৩ঘন্টা চেষ্টা করে সিসিটিভি ফুটেজ শনাক্ত করতে পারে নাই ক্লিনিকের ম্যানেজার ও কর্মীরা,এরা সিসিটিভির ফুটেজ ডিলেট করেছে যার কারণে কোথাও সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না,আমি আমার নবজাতক শিশুকে না পেলে, মাতৃসনদ নামক মমতা ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করব।

নবজাতক শিশু চুরির ব্যাপারে মমতা মাতৃসদন ক্লিনিকের ম্যানেজার মোঃ মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি তালাশ টাইমসকে বলেন,আজ দুপুরের দিকে অ্যাপ্রোন পড়ে এক মহিলা ডাক্তার এসেছিলেন,তিনি নিজেকে চট্টগ্রাম। মেডিকেল কলেজের নার্স পরিচয় দেন,এরপর রোগীর স্বজনদের টিকা দেয়ার কথা বলেন,এরপর সেই মহিলা ওই নবজাতকের দাদীর সঙ্গে কথা বলে চা খেয়েছেন বিকেলের দিকে, বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে নিচে নামেন তারা দুইজন,নিচে নেমে এই মহিলা বলেন বাচ্চাটাকে আমাকে দাও,তুমি তো আর টিকা দিতে পারবে না,তুমি একটা কাজ কর ৫০০ টাকার এই নোটটি ভাংতি করে নিয়ে এসো,রোগীর স্বজন সরল মনে টাকা ভাঙতি করতে গেলে ওই মহিলা ডাক্তার
বাচ্চাকে নিয়ে উধাও হয়ে যায়,বর্তমানে প্রশাসনের লোকজন এসেছে,তারা সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছেন এই মহিলাকে শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলাধারাকে বলেন,নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন নামে ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থে এসেছি আমরা ক্লিনিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে।তিনি বলেন,নবজাতক শিশুকে খুজে বের করার জন্য যতটুকু চেষ্টা করার দরকার তা আমরা করব।

নবজাতক শিশুর নানা বলেন,আমার নাতিকে যদি ফেরৎ না পাই,সেক্ষেত্রে এই ক্লিনিক এর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব,এরাই আমার নাতিকে চুরি করার জন্য ওই মহিলা ডাক্তারকে ডেকে নিয়ে আসছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com