মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড স্বাধীনতা আন্ত জেলা ঐক্য পরিষদের কার্যলয়ে ৮০ নং বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগষ্ট শনিবার বিকেল সাড়ে ৫টার সময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,ইপিজেড থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম,ইপিজেড থানার পুলিশ পরিদর্শক নুরুল বাসার,ইপিজেড ফারির ইনচার্জ রানা প্রতাব বনিক,সহকারি ইনচার্জ মুশফিকুর রহমান সাইফুল ইসলাম, রাজন,ওমর ফারুক।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন,৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর হক সুমন, বিট ৮০ সভাপতি সাজ্জাদ হোসেন কবির,
শ্রমিক নেতা কায়েস আহমেদ,
জোবায়ের খলিল দিপু ব্যারিস্টার সুলতান আহমদ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি,মোস্তাফিজুর রহমান,আন্ত জেলার সভাপতি ও রিয়াজ উদ্দিন,সহ-সভাপতি,৩৯ নং ওয়ার্ড ইউনিটের সভাপতি আকবর হোসেন, আরেস কবির,ও প্রমুখ।
মতবিনিময় সভায় ইপিজেড থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম বলেন,ইপিজেড থানা এলাকায় মাদক জুয়া ইভটিজিং ও সন্ত্রাসী কার্যলাপ করতে পারবে না।মোবাইল চুরি বা ছিনতাইকারীর স্থান ইপিজেড এলাকায় হবে না।
তিনি আর ও বলেন,বর্তমানে ইপিজেড থানা এলাকায় মাদক জুয়া বন্ধ করতে পেরেছি,মাদক বা জুয়ার ব্যাপারে কোন সুপারিশ করতে কেউ আসবেন না।প্রয়োজনে ভালো কাজের জন্য সুপারিশ করতে আসবেন,জাতে করে দেশ ও জাতির মঙ্গল হয়।আমি চাই ইপিজেড থানা এলাকায় মাদক জুয়া থাকবে জিরো টলারেন্স,বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম।
Leave a Reply