চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড পতেঙ্গা সিবীচ এলাকায় ঝাউগাছের আড়ালে অন্ধাকার স্থানে, ডাকাতির প্রস্তুতিকালে ১জনকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
১১আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ডাকাতির প্রস্তুতি নিয়ে সমবেত হয়ে অবস্থানকালে ১ জনকে আটক করা হয়েছে।চট্টগ্রামের পতেঙ্গা সিবীচ এলাকায়
জংশং হতে অনুমানিক ২০০ মিটার উত্তর পশ্চিমে রাস্তার ঢালে ঝাউগাছের আড়ালে অন্ধাকার স্থানে ডাকাতির প্রস্তুতি নিয়ে সমবেত হয়ে অবস্থান কালে গত ১১ আগষ্ট বৃহস্পতিবার রাতে ১জনকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ, সেই সাথে ৪টি কাঠের বাটযুক্ত দা উদ্ধার করেন।
পতেঙ্গা থানা সূত্রে জানা যায় যে এসআই সফিকুল ইসলাম ভূইয়া,গতকাল রাতের সাড়ে ৯ টার সময় মোবাইল টিম ৫৩ (নৈশ) ডিউটি করা কালে গোপন সংবাদ পেয়ে বর্ণিত ঘটনাস্থলে পৌঁছে মাত্রই পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৬/৭ জন লোক তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র ফেলে পলায়নের চেষ্টাকালে বাদি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের মধ্য হইতে মোঃ নিজাম(২১) কাঠের হাতল যুক্ত ১টি ধারালো দা সহ আটক করতে সক্ষম হোন এবং বাকি ৫/৬ জন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়,এসময় পলাতক আসামীদের ফেলে যাওয়া কাঠের হাতল যুক্ত৩(তিন)টি দা জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply