বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

জবির শিক্ষক লাউঞ্জ নির্মাণের জন্য ৪০ লক্ষ টাকার অনুদান দিয়েছে অগ্রণী ব্যাংক লিঃ

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৪.২৮ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ১৩ তলায় শিক্ষক লাউঞ্জ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক লিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৪০ (চল্লিশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। এ উপলক্ষ্যে ২১ জুলাই-২০২২ (বৃহস্পতিবার) বেলা ৩টায় চেক হস্তান্তর অনুষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিঃ কর্তৃক ৪০ লক্ষ টাকার (ভ্যাট ট্যাক্স ও অন্যান্য সার্ভিস চার্জ কর্তন পরবর্তী ৩২ লক্ষ্য ২০ হাজার টাকা) অনুদানের চেক হস্তান্তর করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক লাউঞ্জ নির্মাণের নকশা আগেই করা হয়েছিল ২১ জুলাই চেক হস্তান্তর করা হয়েছে উপাচার্য মহোদয়ের নির্দেশে অতি দ্রুত কাজ শুরু হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান বলেন, পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য শিক্ষক সমিতির থেকে একটা কমিটি করে দিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার মিলে সেটা চূড়ান্ত করবেন। তিনি বলেন আমাদের পরিকল্পনা অনুযায়ী আগস্ট মাসের শুরুর দিকেই কাজটা শুরু করতে চাই এবং সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ভিতর কাজটা শেষ করার আশা রাখছি। সামগ্রিকভাবে সকলের সহযোগিতায় কাজটি সম্পন্ন হবে বলে আশা করছি। আমাদের শিক্ষক লাউঞ্জ নির্মাণে অগ্রণী ব্যাংক এগিয়ে এসেছে এ জন্য তাদের ধন্যবাদ জনাই।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো: লুৎফর রহমান ও শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, অগ্রণী ব্যাংক লিঃ আঞ্চলিক ডিজিএম মো: মকবুল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ তারিক হোসেন, ইসলামপুর শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মু. মুজিবুর রহমান ও সিনিয়র অফিসার মো: হাসিব চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com