সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু

সন্ত্রাসী চাঁদাবাজি রুট দখলের অপচেষ্টা বন্ধের দাবীতে সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা।

  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২, ১১.৫০ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ১০ নং ওয়ার্ড নয়াবাজার এলাকায় অটো টেম্পুর স্টান দখলের অভিযোগ উঠেছে নজরুল সরকারের নামে।

৫জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় অলংকার শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় এই প্রতিবাদ সভার আয়োজন করেন চট্টগ্রাম সীতাকুণ্ড
অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন।

অটো টেম্পুর স্টান দখলের ব্যাপারে
সভাপতি খলিলুর রহমান,ও সাধারণ সম্পাদক হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন,দেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত আমাদের এই সংগঠন বিআরটিএ অনুমোদিত,রেজিষ্ট্রেশন নং চট্র ১২৯২, নগরীর বন্দর নিমতলা থেকে আফতাব অটোমোবাইলস পর্যন্ত ১৩ নং রোড কর্নেলহাট সিটি গেটই থেকে দামপাড়া আলমাস সিনেমা হল পর্যন্ত ১১নং রোড সাগরিকা,বিটাক থেকে টাইগারপাস হয়ে পুরাতন রেল স্টেশন পর্যন্ত ১২ নং রোড এবং ফকিরহাট ওভারব্রিজ হতে কদমতলী পর্যন্ত ১০ নং রোড ৪টি।

আমাদের সংগঠন দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছি, বিগত ২০১৭ সালের ২৬ শে ডিসেম্বর মাসে হালিশহর নয়াবাজার বিশ্বরোড হাক্কানী পেট্রোল পাম্প এলাকায় পার্শ্বলিখিত চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা অস্ত্রশস্ত্র অবস্থায় টেম্পুর স্টান দখল করার জন্য আমাদের উপরে হামলা চালায়,এতে করে সাধারণ সম্পাদক মোঃ হাসান গুলি বিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পান্জা নড়ে,এই ব্যাপারে হালিশহর থানায় একটি মামলা দায়ের হয়েছিল,যার মামলা নং ২০,গত ২৬/১২/২০১৭ ইং তারিখ এর প্রতিবাদে ফেডারেশনের আহবানে সড়ক পরিবহন ধর্মঘাট সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন,আসামীরা গ্রেফতার হয়েছিল, উক্ত মামলার আসামী সহ আরও বেশকিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজকে সাথে নিয়ে পুনরায় আবার ও ১৩নং রুটটি দখল করার চেষ্টা করেন তারা,গত ২৮/০৬/২০২২ ইং তারিখ মঙ্গলবার সকালে সিটি গেইট এলাকায় গিয়ে বারাবারি করেন,গত ২৯/০৬/২০২২ ইং তারিখ বুধবার হালিশহর নয়াবাজার গিয়ে টেম্পু শ্রমিকদের উপরে ব্যাপক হামলা চালায়,এবং মারধার করেন,এতে করে অনেক টেম্পুর শ্রমিক আহত হোন।

তিনি আরও বলেন,বর্তমানে সন্ত্রাসী চাঁদাবাজরা বেপরোয়া ভাবে এলাকায় এসে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন,জোরপূর্বক ভাবে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে, এই সংগঠনকে চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী ও রুট দখলকারীরা শ্রমিকদেরকে মারধার করেন,এতে করে আমাদের সদস্য শ্রমিক আবুল কাশেম,রুবেল,সাহাব উদ্দিন,
জাহাঙ্গীরকে মারধার করেন,চাঁদাবাজরা হলেন,মোঃ ফারুক,হাবিব উল্লাহ,মঞ্জু,আমিন,সুমন,নাছির,আব্দুল, বাবু,

তিনি বলেন,আমরা কারও সাথে কোন ঝামেলায় জড়াতে চাই না,আমাদের বৈধ রোডে আমরা আছি,আপনারা যদি আবার ও ঝামেলা করেন,তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান।

টেম্পুর স্টান দখলের ব্যাপারে নজরুল সরকারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,কিসের টেম্পু দখল,কিসের মারামারি,কে কার বিরুদ্ধে মামলা করেছে
এব্যাপারে আমি কোন কিছুই জানি না,কে চাঁদাবাজি করছে সেটা ও আমি জানি না,আমি ঔ সংগঠনের সাথে ছিলাম না বর্তমানে ও কোন সংগঠনের সাথে নেই,বলে জানান নজরুল সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com