ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রতিযোগীতায় অংশ নেয়া ২৩টি মাদরাসার মধ্যে ফানুর আশরাফুল উলুম বহুমূখি দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মো. জমির উদ্দিন খান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ৩০জুন উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হলেন হযরত মাওলানা মোঃ জমির উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন।ইউ এন ও মোসাঃ হাফিজা জেসমিন উনার কাছ থেকে হযরত মাওলানা মোঃ জমির উদ্দিন খান পুরস্কার গ্রহণ করেন। তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেসীনের উপজেলা শাখার সাধারন সম্পাদক ও উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য তিনি ইতিপূর্বে ২০১৯ সালে অনুরুপ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ২০০৩সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং দেয়ালিখন প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। হযরত মাওলানা মোঃ জমির উদ্দিন খান ছাএ জীবনে একজন মেধাবী ছিলেন।যার প্রেক্ষিতে দাখিল,আলিম,ফাজিল,কামিল শ্রেণিতে প্রথম বিভাগে উর্ওিন হয়ে ছিলেন।তিনি প্রতিনিধি কে বলেন আমি সকলের সহযোগীতা ও দোয়া প্রত্যাশী।
Leave a Reply