বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

জবিতে কেমিক্যাল ম্যানেজমেন্ট এন্ড সেফটি মেজারঃ রিসেন্ট ইনসিডেন্ট শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত।

  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২, ৯.১৯ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ স্টেম ফাউন্ডেশন (বিডিস্টেম) এর আঞ্চলিক কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় “কেমিক্যাল ম্যানেজমেন্ট এন্ড সেফটি মেজারঃ রিসেন্ট ইনসিডেন্ট”শীর্ষক এক ওয়েবিনার এর আয়োজন করে। বিডিস্টেম এর আঞ্চলিক কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং রসায়ান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান এর সভাপতিত্বে শুরু হওয়া উক্ত ওয়েবিনার এ স্বাগত বক্তব্য প্রদান করেন বিডিস্টেম এর আঞ্চলিক

কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সহ-সভাপতি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বাংলাদেশ স্টেম ফাউন্ডেশন (বিডিস্টেম) এর সভাপতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর রসায়ন বিভাগের শিক্ষক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরি বিশেষ অতিথি হিসেবে ওয়েবিনার এ সংযুক্ত ছিলেন। উক্ত ওয়েবিনার এ আলোচক হিসেবে উপস্থিত থেকে রাসায়নিক ব্যবস্থাপনা এবং সুরক্ষা বিধির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের ইউজিসি প্রফেসর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল হক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট এর কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইয়াসির আরাফাত খান। আলোচকবৃন্দ রাসায়নিক দ্রব্যাদির সঠিক রক্ষণাবেক্ষণ, আমদানিকরণ, পরিবহন, বিপণন এবং ব্যবহারজনিত ত্রুটির কারণে সৃষ্ট নিকট অতীতের ভয়াবহ অগ্নিকান্ডসমূহের উপর আলোকপাত করে এর বিভিন্ন দিক তুলে ধরেন। উক্ত ওয়েবিনারে আরও সংযুক্ত ছিলেন বাংলাদেশ স্টেম ফাউন্ডেশন (বিডিস্টেম) এর জাতীয় এবং বিভিন্ন আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো অধ্যাপক ড. মোঃ আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের এবং বিভাগের ডীন এবং চেয়ারম্যানবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীলদলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও এ ওয়েবিনারে আরও উপস্থিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। বাংলাদেশ বিস্ফোরক বিভাগের উপ-প্রধান পরিদর্শন ড. মোঃ আব্দুল হান্নান উক্ত ওয়েবিনারে উপস্থিত থেকে মতামত অংশে তার
অভিজ্ঞতা বিনিময় করেন। উক্ত ওয়েবিনারটি সঞ্চালনায় ছিলেন বিডিস্টেম এর আঞ্চলিক কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এর সাধারণ সম্পাদক, বিডিস্টেম জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com