হারুন,জবি প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫ জুলাই থেকে বন্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কার্যক্রম। আর সকল ইন্সটিটিউট, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ হচ্ছে ৯ জুলাই থেকে। ঈদের পর একাডেমিক এবং অফিস সমূহের কার্যক্রম শুরু হবে একই দিনে অর্থাৎ ১৭ জুলাই থেকে।
বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৫ জুলাই মঙ্গলবার হতে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট ও বিভাগীয় অফিস এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১৫ জুলাই ও ১৬ জুলাই যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট বন্ধ থাকছে ১২ দিন। ১৭ জুলাই থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply