বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

৪ জুলাইয়ের ভিতর মন ভালো নেই সেই শিক্ষার্থীর থেকে জবাব চেয়েছে প্রশাসন।

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৯.৪২ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

………

হারুন,জবি প্রতিনিধিঃ ভাইরাল এর যুগে সহজেই ভাইরাল হওয়া যায়। ভাইরাল হলে কিছু কিছু জিনিসের পজিটিভ ফলাফল আসে আবার ভাইরাল হওয়ার ফলে কেউ শাস্তির মুখোমুখি হন। পরীক্ষার খাতায় মন ভালো নেই লিখে ভাইরাল হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর মাহতাবের কাছ থেকে আগামী ৪ জুলাই এর মধ্যে তার কৃতকর্মের জবাব চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ ২৯ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী একে একে বিশ্ববিদ্যালয়ের চারটি আইন ভঙ্গ করেছে প্রথমত সে অতিরিক্ত উত্তরপত্র বাসায় নিয়ে গেছে, দ্বিতীয়ত নিজে শিক্ষকের স্বাক্ষর জাল করেছে তৃতীয়ত নিজেই ওই খাতায় নাম্বার দিয়ে তা লাল কালি দিয়ে বাতিল লিখেছে, চতুর্থত সেই কাজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। একে একে এসবগুলো কাজ সে করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ঐ শিক্ষার্থী তদন্ত সাপেক্ষে সাময়িক কিংবা স্থায়ী বহিষ্কার হতে পারে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি বিষয়টি দেখছেন তারাই এর সত্যতা যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মমিন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ২৬ জুন রবিবার তাকে ডিপার্টমেন্ট এ ডাকা হয়েছিল সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তার বক্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে সে আমাদের শিক্ষার্থী এবং প্রথম বর্ষের শিক্ষার্থী তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি আমাদের থেকে কোন সুপারিশ চায় আমরা তার পক্ষে সুপারিশ করবো বলে তিনি জানান।

উল্লেখ্য, ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ওই শিক্ষার্থীর অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি গত সপ্তাহে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে উত্তরের অংশে লেখা ছিল, ‘স্যার আজকে আমার মন ভালো নেই’।
উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ না হলেও এর বাঁ পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে। ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ছবি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও হাস্যরসের সৃষ্টি করলে প্রশাসন তৎপর হয়।
উক্ত ঘটনার পর ওই শিক্ষার্থী বলেছিলেন, ‘মজা করে’ করা এই ঘটনা যে এতদূর যাবে, তা তিনি ভাবতে পারেননি। “একটা অতিরিক্ত কাগজে মজা করে লিখেছিলাম। কিন্তু এতটা ছড়িয়ে পড়বে, আমি ভাবিনি। স্যাররাও ডেকেছেন আমাকে এ নিয়ে। আমি ক্ষমা চেয়েছি, কী হবে বুঝতেছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com