হারুন,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর মোট ১হাজার ৯৩০ জন শিক্ষার্থীকে প্রায় ৫০ লাখ টাকার বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেধা ও অবৈতনিক এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেয়া হয়েছে। তালিকায় নাম প্রকাশিত শিক্ষার্থীদের বৃত্তি শাখা থেকে চেক গ্রহণ করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
‘বৃত্তি নীতিমালা ২০১৩’ অনুযায়ী মেধাবৃত্তি প্রাপ্তির জন্য প্রতিটি বিভাগের প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিনজনকে মনোনীত করতে হবে; তবে শর্ত থাকে ৩ দশমিক ৬০-এর নিচে সিজিপিএ থাকা যাবে না। তবে অনেক বিভাগে নীতিমালার সমপরিমাণ সিজিপিএ না থাকায় উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সর্বোচ্চ নম্বরধারী তিনজনকে বৃত্তি দেয়া হয়েছে। তবে রিঅ্যাডমিশন, বোর্ড বা অন্যান্য সংস্থা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এর আওতায় এলে বৃত্তি পাবেন না বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।
অন্যদিকে নীতিমালা অনুসারে অবৈতনিক ক্যাটাগরিতে প্রতিটি বিভাগের প্রতি ব্যাচের ১০ শতাংশ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ১ হাজার ১১৭ শিক্ষার্থীও আগামী এক বছরে পরবর্তী দুই সেমিস্টার বিনা বেতনে অধ্যয়ন করবেন। এ বৃত্তিপ্রাপ্তির বিবেচ্য বিষয়াবলির মধ্যে বাবার বার্ষিক আয়, মায়ের বার্ষিক আয়, অভিভাবকের বার্ষিক আয় (বাবার অবর্তমানে), বাবার চাকরি বা পেশার বিবরণ, মায়ের চাকরি বা পেশার বিবরণ, প্রযোজ্য ক্ষেত্রে বাবা ও মায়ের মৃত্যুসংক্রান্ত তথ্য, সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর মেধা ও উপস্থিতি এবং আচরণ, পরিবারের সদস্য সংখ্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কোনো ভাই-বোন অধ্যয়ন করে কি না এবং সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের কোর্স কো-অর্ডিনেটরের মতামত গুরুত্ব দেয়া হয়েছে।
এ বছরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রতিরক্ষা বৃত্তি চালু করা হয়েছে। এই ক্যাটাগরিতে ২৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে বিএনসিসি ১০০ জন, রোভার স্কাউটস ১০০ জন ও রেঞ্জার ইউনিট থেকে ৫০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০ টাকা হারে বছরে এককালীন ৩ হাজার ৬০০ টাকা দেয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোট ৭৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। তারাও আগামী এক বছর বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, মেধা ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৮১৩ শিক্ষার্থীকে প্রতি মাসে ৬০০ টাকা হারে ১২ মাসের এককালীন ৭ হাজার ২০০ টাকা দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ৮১৩ শিক্ষার্থীকে ৪০ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এ ছাড়া এই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী দুই সেমিস্টার বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, মেধা ও অবৈতনিক বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের এককালীন অর্থ প্রদান করা হবে। পূর্বে প্রতি মাসে ৪০০ টাকা হারে দেয়া হলেও তা এবার ৬০০ টাকা করা হয়েছে। বিভাগগুলো নির্দেশিত সকল শর্তের ভিত্তিতে যাদের নাম দেয়া হয়েছে, তাদেরকেই বৃত্তি দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার সূত্রমতে, ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৩ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ হাজার ১১৬ জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধা ও অবৈতনিক বৃত্তি দেয়া হয়। এ ছাড়া সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক এই দুই শাখায় বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ৯৩৯ জন।
Leave a Reply