প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলিতে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার (১৩ জুন) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক আদেশের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকদের বদলি বাতিল করা হয়। শিক্ষকরা দীর্ঘদিন বদলি শুরুর দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, জুন মাসে প্রাথমিকে শুরু হবে বদলি কার্যক্রম। তবে বদলি শুধুমাত্র উপজেলার অভ্যন্তরে সীমাবদ্ধ থাকবে।
Leave a Reply