বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ১২ জুন, বাড়বে না আবেদনের সময়।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ১১.২৭ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ  গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী রবিবার (১২ জুন) প্রকাশ করা হবে। যদিও ১০জুন শুক্রবার অথবা ১১জুন শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। বৃহস্পতিবারের (৯ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির অন্যতম সদস্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ শাহ আজম বলেন, গত ৯ জুনের সভায় বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়েছে আগামী ১২ তারিখ (রোববার) তা প্রকাশ করা হবে, এবছর ভর্তি পরীক্ষার আবেদন এর সময় বাড়ানো হবে না বলে তিনি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর ১৫ জুন থেকে আবেদন শুরু হবে চলবে ২৫জুন পর্যন্ত।

২০১৭ সালে এসএসসি পাসকৃতদের ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. মোঃ শাহ আজম আরো বলেন, গত ৫ জুনের সভায় যারা ২০১৭ সালে এসএসসি পাস করেছে তাদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজকের সভায় সেটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেও সেটি উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১৫ জুন থেকে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।

এবছর গুচ্ছের ২২টি বিশ্ববিদ্যালয় হলোঃ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com