গত ২৪ ঘণ্টায় ফের অন্তত ৬৪ জনের মৃত্যুর খবর মিলল চিনে। সোমবার পর্যন্ত ছিল যে সংখ্যাটা ছিল ৩৬১, মঙ্গলবারই তা বেড়ে দাঁড়াল ৪২৫! যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে চিনের । করোনাভাইরাসের জেরে একপ্রকার ‘জরুরি অবস্থা’ জারি হয়েছে।
ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে চিনের ১৯টি শহর বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এখন। উড়ান তো বটেই, ট্রেন-বাস-ফেরি-সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ এই সব শহরে। স্কুল-কলেজ-অফিস বন্ধ। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ঘরবন্দি। এমনকি, বাজার করতে বেরেনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। তার উপরে রোগীর সংখ্যা যে মাত্রায় বাড়ছে, তাঁদের চিকিত্সার সমস্ত সুবিধা দেওয়াও সমস্যা হয়ে যাচ্ছে চিন সরকারের। রোগের মোকাবিলায় মাত্র দশ দিনেই একটি বিশেষ হাসপাতাল তৈরি করেছে বেজিং। দেড় হাজার শয্যাবিশিষ্ট ওই হাসপাতাল শুরু হয়ে যাবে এই সপ্তাহেই। তবে সার্জিক্যাল মাস্ক-সহ বেশ কিছু চিকিৎসার সরঞ্জামের আকাল শুরু হয়েছে দেশে।
এমতাবস্থায় সোমবার থাইল্যান্ড আশার বাণী শুনিয়েছে বিশ্ববাসীকে। জ্বর আর এইচআইভি এই দুই অ্যান্টি-ভাইরাসের ককটেল দিয়ে করোনাভাইরাসকে বাগে আনার কথা ঘোষণা করেছে থাইল্যান্ড। ওষুধটি কতটা ‘সফল’, তা নিয়ে আরও গবেষণা চলছে। রিপোর্টের অপেক্ষায় উদগ্রীব সারা বিশ্ব।
Leave a Reply