বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রানের বন্যা বইছে। মিরপুরে ট্রিপল সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম শ্রেণির ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন তামিম ইকবাল।
এদিকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও রানের ফুলঝুরি ছুটিয়েছেন ব্যাটসম্যানরা। সাউথ জোনের এক ইনিংসে তিন তিনজন ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি। তারা হলেন-শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ আর মাহমুদউল্লাহ রিয়াদ।
১ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল সাউথ জোন। নর্থ জোনের বোলারদের তুলোধুনো করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৯৮ রান নিয়ে দিন শেষ করেছে সাউথ জোন। জবাবে বিনা উইকেটে ২০ রান তুলেছে নর্থ জোন। জিততে হলে আরও ৪৩২ রান করতে হবে তাদের।
১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন শাহরিয়ার নাফীস। ১১১ রান করে আউট হন তিনি। এরপর সেঞ্চুরি তুলে নেন ১৬ রান নিয়ে দিন শুরু করা শামসুর রহমানও (১০৯)। দুজনই হন আরিফুল হকের শিকার।
তবে ঝড়ো ব্যাটিং করে অপরাজিতই থেকে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৭০ বলে ৮ বাউন্ডারি আর ৫ ছক্কায় কাটায় কাটায় তিনি ১০০ পূরণ করার পরই ইনিংস ঘোষণা করে দেন সাউথ জোনের অধিনায়ক আবদুর রাজ্জাক।
Leave a Reply