মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ
নগরীর উত্তর পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকায় কিছু সংখ্যক তরুণ ছাত্র-ছাত্রীরা স্ব-উদ্যোগে মিশন গ্রুপ নাম করণে মিশন শুরু করেছে অসহায় ওহত-দরিদ্র প্রকল্প গঠন করে দেশ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টি কে মূল ধারায় ফিরে আনতে এবং আত্ম উন্নয়ন নির্ভরশীল করতে ।
সেই তাদের ৩য় মিশন স্টিল মিল বাজার (আরাফাত গলি)র সম্মুখে ২২এপ্রিল ,শুক্রবার দুপুরে প্রায়”৪’শত হত-দরিদ্র কে ঈদ উপহার তুলে দিয়ে সবার সাথে মিলে ঈদ আনন্দ উপভোগ করুক। মিশনের তরুণ উদ্যোক্তা তানজিন বিনতে (লিমা),ইমরান হোসেন রাব্বি,মোঃ আরাফাত, মোঃ রাজু,মোঃ নবী আলম সাকিব,আব্দুল্লাহ আল- নোমান, আশিকুর রহমান,আফরিন সুলতানা, খিসা ইয়াছমিন সহ গ্রুপের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
ব্যতিক্রম এই ঈদ উপহার বিতরণে-টোকেন প্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত স্থানে লাইনে লাইনে এসে পরিবারের জন্য যেকোন একটি পছন্দের জিনিস নিজ হাতে তুলে নিবেন। উপহারে ২বছরের শিশু থেকে ৭০-৮০বছরের বয়বৃদ্ধার জন্য ঈদের নিত্য-নতুন কাপড় সাজিয়ে রাখা থেকে অসহায় ব্যক্তিরা গ্রহণ করছেন।
তারা প্রতি ৬-৭মাসের মধ্যে নগরীর বিভিন্ন স্পর্টে এই ব্যতিক্রম কর্মসূচি অব্যাহেত রাখবেন বলে জানিয়েছেন।
Leave a Reply