মোস্তাফিজুর রহমান,চট্রগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা কাঠগড় এলাকায় অবৈধ টমটম ও এস পাওয়ার চলাচলে দুর্ঘটনার শিকারে এলাকাবাসী অতিষ্ঠ।
গত ২০/০৮/২১তারিখে টিআই শহিদুল আলম (শহিদ) উত্তর পতেঙ্গা কাঠগড় এলাকায় টিআই হিসেবে যোগদান করেন এরপর থেকেই পাল্টে যায় পুড়া কাঠগড় এলাকার চিত্র।
অবৈধ যানবাহন নিরসনের ব্যাপারে টিআই শহীদের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন। বিগত আগে কে কি করছে সেব্যাপারে আমি কিছুই বলতে চাই না, বর্তমানে যেসব গাড়ির বৈধ কাগজপত্র আছে,সেইসব গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে, যেসকল গাড়ির কাগজপত্র ঠিক নেই সেইসব গাড়িগুলো বন্দর ট্রাফিক বিভাগের উর্ধ্বন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী
আমরা মামলা দিতাছি।
তিনি আরো বলেন অবৈধ গাড়ির ব্যাপারে কোন ধরনের সেক্রিফাইস করা হবে না,
যেখানে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে,সেখানে কোন ধরনের সুপারিশ করতে আসলে সেটা কোন ভাবেই গ্রহণযোগ্য।
তিনি আরো বলেন আপনারা বিগত আগেও দেখছেন যেসব গাড়ি অবৈধভাবে চলাচল করেছে,সেইসব গাড়ি ধরে সাথে সাথে আমরা মামলা দিয়েছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন কোন ধরনের অপশক্তি আমাদেরকে ঘায়েল করতে পারবে না, তিনি আরো বলেন,নামধারী কিছু সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্ন লোক মাধ্যমে ফোন করে বলে ভাই আমার একটি টমটম গাড়ি আসে সেই গাড়ীটা চালাতে দিবেন কি না সেটা বলুন,আর যদি আমার গাড়িটা না চলতে পারি তাহলে আপনি এই এলাকায় টিআই হিসাবে থাকতে পারবেন বলে হুমকি ধামকি প্রদান করেন।
এসময় টিআই শহিদুল আলম (শহিদ) বলেন,আমি যতদিন উত্তর পতেঙ্গা কাঠগড় এলাকায় আছি আমি আমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে আসতেছি,সামনের দিনগুলো জাতে সুন্দর করতে পারি,এটাই আমার আশা ও প্রত্যাশা।
অবৈধ যানবাহন চলাচলের ব্যাপারে ট্রাফিক বিভাগ বন্দর জোন টিআই এডমিন রেজাউল করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,যেখানে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে সেক্ষেত্রে কোনভাবেই অবৈধ যানবাহন রাস্তায় চলাচল করতে দেওয়া যাবে না,বলে জানান ট্রাফিকের এই কর্মকর্তা।
Leave a Reply