মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম ইপিজেড এলাকায় রুপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি
লিমিটেডে গার্মেন্টস কর্মীদেরকে জমাকৃত টাকা ফেরৎ না দিয়ে মালিক ও ম্যানেজার পলাতক।
১৮ফেব্রয়ারী শুক্রবার সকাল ১১ এগারোটার সময় চট্টগ্রাম প্রেসক্লাব এর সামনে মানববন্ধন করেন গার্মেন্টস কর্মীরা।
এসময় মানববন্ধে উপস্থিত ছিলেন,মোঃ আল-আমিন হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ আসিফ হাওলাদার,শ্রী কামাল চন্দ্র দাস,মোঃ তুহিন শেখ,মোছাঃ সুরমা বেগম ও প্রমুখ।
এসময় মানববন্ধনে গার্মেন্টস কর্মীরা তাদের জোরালো কন্ঠে বক্তব্যে বলেন রুপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক প্রতারক ও অর্থ আত্মসাৎকারী মুজিবুর রহমান ও জাকির হোসেন সহ সংশ্লিষ্ট কর্মী কর্তৃক লক্ষ লক্ষ গ্রাহক ও খেটে খাওয়া মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।
বক্তরা আরো বলেন, অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং খেটে খাওয়া মানুষদের উক্ত জমাকৃত টাকা ফেরতের ব্যবস্থা করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানান।
Leave a Reply