মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম উপ পুলিশ কমিশনার ডিসি বন্দর ও পশ্চিম মোহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ কমিশনার নোবেল চাকমা পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার এম মহিউদ্দিন সেলিম সিপিএম বার এর নির্দেশনায় বিশেষ টিম ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে এসআই ইয়াসিন আরাফাত এসআই জাহিদুল হক,এসআই রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে লালদীঘি এলাকা হতে কার্তিক বৈদ্যকে গ্রেফতার করেন।
সাধারণ ডায়েরি নং ৪১৮/ তারিখ ১৭/০২/২০২২ খ্রিঃ মুলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার চুরি-ছিনতাই প্রতিরোধসহ পরোয়ানা তালিম অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকা হতে দীর্ঘদিন ধরে পলাতক আকবর শাহ থানার মুলতবী সাজা পরোয়ানা সিআর ৫/১৩ ধারা ৪০৬/৪২০ পেনাল কোড এর ০৪/চার বছর সশ্রম কারাদণ্ড ও নগদ ১০.০০০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত।
এবং সিআর ১৫৭০ /২০২১ কোতোয়ালী ধারা ৪০৬/৪২০ পেনাল কোড এবং দায়রা ৩৫১ /১৫, ধারা এন আই এ্যাক্ট-১৩৮ এর পরোয়ানাভুক্ত আসামি কার্তিক বৈদ্য সাংবাদিক বাবু (৬২) পিতা ক্ষেত্র মোহন বৈদ্য সাং-নিকঞ্জ ভিলা,বাড়ী নং৩৩০/৩৩১,এম ব্লক,কৈবল্যধাম,বিশ্ব কলোনী,ডাক ফিরোজশাহ,থানা আকবরশাহ,জেলা চট্টগ্রামকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে,বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
Leave a Reply