বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

“জবিতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে তৃতীয় মেধাতালিকা প্রকাশ”

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৫.৫৪ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

 হারুন, জবি প্রতিনিধি: ২৮ ডিসেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তৃতীয় মেধা তালিকা ও দ্বিতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশিত হয়।

যেখানে ১০০৮টি আসন এখনও ফাঁকা রয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এর সভাপতিত্বে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়, প্রথম বর্ষে এখন পর্যন্ত ১৭৫৭জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানা যায়। নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো

বলা হয়েছে, ইউনিট A এর ১১৫৫ আসনের মধ্যে ৪৮৭ জন, ইউনিট ৪ এর ৮৫০ আসনের মধ্যে ৬৮৬ জন, ইউনিট C এর ৬১০ আসনের মধ্যে ৪৯৮ জন ভর্তি হয়েছে। এবং বিশেষায়িত ৪ টি বিভাগের 8 ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৭৬৫ আসনের মধ্যে ১৭৫৭ জন ভর্তি হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছিল। সেখানের আসন ফাঁকা থাকা সাপেক্ষে তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও মেধা তালিকাসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jnu.ac.bd ) পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com