মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে ২জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১১.৪৩ পিএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে দুই জন মারা গেছেন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনাক্তের হার দশমিক ০৮ শতাংশ বেড়েছে। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৭ শতাংশ, আর আজ তা বেড়ে দাড়িয়েছে ১ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮২ জন। গতকাল ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল এক জন মারা গিয়েছিল।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২১ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় কেউ মারা যায়নি।
আজ  চট্টগ্রাম ও খুলনা বিভাগে এক জন করে মারা গেছেন। তবে ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com