হারুন, জবি প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ খাত “বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি” থেকে গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে সুপারিশ ও অনুমোদন করা হয়েছে প্রকল্পে নিযুক্ত ফেলোশিপ প্রাপ্ত শিক্ষকদের নাম। যারা ২০২১-২০২২ অর্থ বছরের জন্য নিযুক্ত হয়েছেন। আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তালিকা প্রকাশিত হয়। যেখানে ৬৩৮ টি গবেষণা প্রকল্পের অনুমোদনের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশিত হয় মনোনীত শিক্ষকগণ তাদের গবেষণার জন্য মন্ত্রণালয় থেকে ২/২.৫/৩/৪লাখ করে টাকা পাবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষকদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 16 জন শিক্ষক নির্বাচিত হয়েছেন। ফেলোশিপ প্রাপ্ত এই শিক্ষকদের মধ্যে ০৬ জন শিক্ষকই হলেন গণিত বিভাগের।ফেলোশিপ পাওয়া শিক্ষকরা হলেন— ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার; গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম ও সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ; রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান ও সহকারী অধ্যাপক অর্পণা সরকার; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ ও অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার; গণিত বিভাগের অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল ও সহকারী অধ্যাপক বিষ্ণু পদ ঘোষ; গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক ও সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা; রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ জে সালেহ আহম্মাদ ও সহকারী অধ্যাপক আবদুল আউয়াল; রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামির হোসেন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাজিবুল হক আনন্দ। উল্লেখ্য যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই খাত ১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকেই বিশেষ গবেষণা পুরস্কার দিয়ে আসছে।বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ দেওয়াই এই ফেলোশিপের মূল উদ্দেশ্য।
Leave a Reply