সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার বিরতি ছাড়া ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার রমজানের খাদ্যাভ্যাস ও কিছু করণীয় মানবতার দেয়াল ইফতার বিতরণ কর্মসূচী বাসাবো লক্ষ্মীপুরে ব্যবসায়ীর খরিদকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা, মারধর ও মামলা দিয়ে হয়রানি কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন- কাজী রওনাকুল ইসলাম টিপু নওগাঁয় ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসক ম্যাটস এর সংবাদ সম্মলন চট্টগ্রামের ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন বরগুনার সাবেক ইউএনও ও ওসিসহ ৪ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১১.৫৭ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছে ২২৭ জন।
গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এদিকে, আজ ১৬ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৭ জন। গতকাল ১৯ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২০৫ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ৩১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৩৪ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৯ হাজার ৮৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৮ জন। শনাক্তের হার ১ দশমিক ৭০ শতাংশ এবং গতকাল এ হার ছিল দশমিক ৯২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। গতকালও ২ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৫ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com