অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর ৩ আসনের এমপি একেএম শাহজাহান কামাল।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু বকর মো: সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আহম্মদ উল্যাহ, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, অভিভাবক সদস্য মিজানুর রহিম, মাহফুজ খান তসলিম, প্রভাসক শাহাদাত উল্ল্যাহ, শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, বাঙ্গাখাঁ ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আবু তালেব প্রমূখ।
উল্লেখ্য, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ৪তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মান করছেন।
Leave a Reply