অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তৎপর রয়েছে প্রশাসন। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিটি কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেরে নেতৃত্বে র্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংঙ্খলা বাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করছে। নির্বাচনে যেন কোন ধরণের বিশৃংঙ্খলা বা অপ্রীতিকর কোন ঘটনা ঘটাতে না পারে সেজন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান আইনশৃংঙ্খলা বাহিনীদেরকে নিয়ে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছেন।
উপজেলার ৩০টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলার চরলরেন্স, চরমার্টিন ও চরকাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে ১২, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১২২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply