বৃষ্টি, আমেনা ও সানু আক্তার নামে হারিয়ে যাওয়া তিন শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। তারা বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তাদের মধ্যে বৃষ্টির বয়স ১৫ বছর। তার গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। ২১ ডিসেম্বর, ২০১৯ রাত ১১.৩০ টায় তেজগাঁও থানা এলাকার মনিপুরি পাড়া ১নং গেটের সামনে রাস্তায় তাকে খুঁজে পায় তেজগাঁও থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবার নাম-শহীদ ও মাতার নাম- পারুল বলে জানায়। সে আরো জানায় তার গ্রামের বাড়ি জামালপুরে। এরপর পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। এ সংক্রান্তে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
আমেনা
তাদের আরেক জনের নাম আমেনা। তার বয়স ৯ বছর। তার গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সবুজ ও সাদা প্রিন্টের ফ্রগ এবং সবুজ রংয়ের জ্যাকেট।
১৯ ডিসেম্বর, ২০১৯ কদমতলী থানার চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় তাকে খুঁজে পায় স্থানীয় লোকজন। তারপর তারা তাকে থানায় নিয়ে আসে। থানায় পুলিশের কাছে সে জানায় তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। সব শুনে পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। এ সংক্রান্তে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
তাদের মধ্যে অপরজনের নাম সানু আক্তার। তার বয়স ৫ বছর। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। ২০ ডিসেম্বর, ২০১৯ রাত ৯.০০ টায় শাহাবাগের টিএসসি এলাকায় তাকে খুঁজে পায় শাহাবাগ থানা পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। এ সংক্রান্তে শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
উক্ত শিশুদের কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।
Leave a Reply