সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পহেলা আষাঢ় হতে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁয় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় বুধবার দুপুরে বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে শহরের কেডির মোড় জননী প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৫শত ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ বিতরণ ও প্রায় ৫শত বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন।
এসময় অন্যান্যর মধ্যে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, নারী উদ্যেক্তা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, জননী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকরামুল ইসলাম, নারী উদ্যেক্তা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, সাংবাদিক মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন।
এছাড়াও নওগাঁ রাজশাহী মহ-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।
Leave a Reply