অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে। আজ সোমবার সূর্যদয়ের সাথে সাথে জেলার বিজয় স্তম্ভে পুষ্পস্তকব অর্পণ করেছেন। এবার দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাজুড়ে পালন করবেন জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধারাসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
এদিকে ভোরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা ইউনিটসহ সামাজিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবি বিভিন্ন সংগঠন।
এদিকে সকাল সাড়ে ৬টার পর শহরের বাগবাড়িস্থ গণকবরে ফুল দিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
সকাল থেকে শহরের স্টেডিয়ামে চলে বিভিন্ন স্কুল-মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন দৃষ্টিনন্দন কুচকাওয়াজ,শারীরিক কসরত প্রদর্শন। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply