মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সেলিম আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। তিনি বরগুনা জজ কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত।
শুক্রবার(৬ ডিসেম্বর) দুপুরে বেতাগী থানার এসআই মো. হারুণ অর রশিদ, সেলিম আহম্মেদকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস হোসেন।
জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত গৃহবধুর বসতঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন সেলিম আহম্মেদ। ঔদিন রাতেই গৃহবধু সেলিম আহম্মেদকে আসামি করে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন গৃহবধূর পরিবার। পরে শুক্রবার দুপুরে অভিযুক্ত সেলিম আহম্মেদকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।
অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফেরদৌস হোসেন বলেন, অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply