আসাদুজ্জামান মাসুদঃ যার সময় বেশি তার অতীত চারণও বেশি,তত বেশি,অনেক বেশি। মানুষের অতীত থাকে, অতীতের নাড়ায় মাঝে মধ্যে সাড়া দেয়া ভালো বরং বেশি ঝুকলে বর্তমান ভবিষ্যৎ অনাবাদি হয়ে যায়।
মানুষ যা চায় সব কি পায়…? পথ বেঁকে যায় তাই বলে মানুষ কি বাঁকবে…? তাহলে মানুষের স্বাতন্ত্র কোথায়…? দুঃখ ভালো কিন্তু ওটা পোষা ভালো নয়।
এ দুঃখটা এক ধরনের চাপা অভিমান,অভিমানও ভালো যদি ভাঙ্গানোর কেউ থাকে। বৈশাখী সামনে তো আষাঢ় শ্রাবণ,মনের ভেতরের ঝড় ভাঙ্গে যদি ঘর ভিজবে কি চাল হীন ঘরে..?
Leave a Reply