শীতকাল এলেই ডেঙ্গু রোগ বিদায় নেবে। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা বলছেন, এখনও প্রতিদিন গড়ে শতাধিক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী ২৮ নভেম্বর পর্যন্ত এ বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। গত ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমপক্ষে ৩ হাজার। সরকারি তথ্য বলছে, ২০০০ সাল থেকে ২০১৮ পর্যন্ত অর্থাৎ ১৮ বছরে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫০১৭৬ জন।
আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক সাময়িকি ল্যানসেট সদ্য প্রকাশিত এক রিপোর্টে বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ডেঙ্গু রোগের ঝুঁকি বেড়েছে ৩৬ শতাংশ।
Leave a Reply