মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কে চলমান রয়েছে টেম্পু ও ব্যাটারি চালিত টমটম হাইকোর্ট থেকে নিষিদ্ধ ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এরপরও বন্ধ হয়নি এসব টেম্পু ও ব্যাটারি চালিত টমটম দাবড়ে বেড়িয়েছে শহরের অলিতে-গলিতে, থেকে নেই মূল সড়কগুলোতে ।
এর মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) এই সব রোড টমটম, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতেই বিকল্প হিসেবে কয়েক মাস আগেই গ্যাস চালিত টেম্পু ও টমটমের অনুরূপ, এই যানবাহন রাস্তায় নামানো হয়েছে, যা পরীক্ষিত ও সরকার অনুমোদিত টেম্পু’ হিসেবে নিবন্ধন দিয়েছে।
মূল সড়কে ঝুঁকিপূর্ণ টমটম চলাচল বন্ধ করে দেয়া হলে ‘টেম্পু’ নামের এক ধরনের গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে বৈধতা ও রেজিস্ট্রেশন দিয়েছেন বিআরটিএ।
বিআরটিএ কর্মকর্তার দাবি, তিন চাকার এই যানবাহনটি রাস্তায় চলাচলের জন্য বিআরটিএ অনুমোদন দিয়েছেন, শর্ত হচ্ছে, মূল সড়কের বা বড় রাস্তার, পরিবর্তে চলাচল করতে পারবে শুধু ছোট ও কম ব্যস্ত রাস্তায়।
চট্টগ্রাম,অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম সুমন তিনি বলেন নগরীর পতেঙ্গা এলাকায়, ১৯, ২০,২১ নং রোড পর্যন্ত এই সব যানবাহন গুলো চলাচলের লিখিত অনুমিত আমরা ইতোমধ্যে পেয়েছি,বলে মনে করেন সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম সুমন
Leave a Reply