ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। যদিও পেট্রোলের দাম বাড়ানোকে কেন্দ্র করে দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ চলছে।
খামেনির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘আমি বিশেষজ্ঞ নই এবং এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কিন্তু তিনটি শাখার প্রধানগণ যদি কোন সিদ্ধান্ত নেন আমি তাকে সমর্থন দেব।
শুক্রবার রাতে ইরানের হাই কাউন্সিল অব ইকোনমিক কো-অর্ডিনেশন পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার এবং বিচার বিভাগের প্রধান নিয়ে এই কাউন্সিল গঠিত।
Leave a Reply