অগ্রহায়ণ মাস আসলেই ধান কাটার ধুম পড়ে, আর সেই সাথে নানা পিঠা পুলির আয়োজন শুরু হয়ে যায়। শহরে বাসায় তেমন পিঠা বানানো হয় না বললেই চলে। ব্যস্ততা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়।তারপরও অগ্রহায়ণ মাস আসলেই ঢাকা শহরে নবান্ন উৎসব শুরু হয়ে যায়।
যতই মানুষ ইট পাথরের চার দেয়ালে বন্দি থাকুক না কেন বাঙালি উৎসব প্রিয়, তারই জানান দেয় এমন উৎসব গুলোতে ।
Leave a Reply