এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বারে ২০২০- ২০২১ অর্থবছরের রজস্ব বাজেটের আওতায় সরকারি খাস পুকুর ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার উদ্যোগে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা মৎস কর্মকর্তা শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহমেদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, দেবীদ্বার পৌরসভার সচিব মোঃ ফখরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহমেদ ভূঁইয়া বলেন, উপজেলা পরিষদ পুকুর ছাড়াও দেবীদ্বার তহশীল কাচারী পুকুর, দেবীদ্বার থানা পুকুর, দেবীদ্বার সরকারী শিশু পরিবার পুকুর, রাধানগর আবাসন প্রকল্প পুকুর, জাফরাবাদ আবাসন প্রকল্প ও বুড়িরপাড় আবাসন প্রকল্পের আওতায় পুকুর সহ সর্ব মোট ৩৩৩ কেজি রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, ঘনিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply