নৌ পুলিশের অভিযানে ২০ মন জাটকাসহ দুই জনকে গ্রেফতার করেছে বরিশাল নৌ পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রাজিব ও মোঃ ইউনুস আলী।এসময় জাটকা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বলেন, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার রাত ১২.৩০ টায় বরিশাল সদর থানার লাহারহাট ফেরিঘাটে তল্লাশি চালিয়ে ২০ মন জাটকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মৎস রক্ষা ও সংরক্ষন আইন, ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রত্যেককে একবছর করে কারাদন্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত জাটকা সরকারী শিশু সদন পরিবার ও বিভিন্ন মাদ্রাসাসহ প্রায় ৪০ টির অধিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশ সদরদপ্তর সূত্র আরোও জানায়, গত ২৪ ঘন্টায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করে প্রায় ৫ লক্ষ ৭৭ হাজার মিটার জাল জব্দ করেছে।
Leave a Reply