সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

জাতীয় মসজিদ বায়তুল মুকাররম ৬টি জামাআত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২.৪৯ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে আগামী ১ আগস্ট সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাআত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জাতীয় মসজিদে ঈদের নামাযের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাআত সমূহে ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারীদের তালিকা নিচে তুলে ধরা হলো-
প্রথম জামাআত : সকাল ৭টায়, ইমাম- হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাআত : সকাল ৭ টা ৫০ মিনিটে, ইমাম- হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাআত: সকাল ৮টা ৪৫ মিনিটে, ইমাম- হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাআত: সকাল ৯ টা ৩৫ মিনিটে, ইমাম- মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- মো. শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম জামাআত: সকাল ১০টা ৩০ মিনিটে, ইমাম- হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির- হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
৬ষ্ঠ ও সর্বশেষ জামাআত: সকাল ১১ টা ১০ মিনিটে, ইমাম- মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. আব্দুর রাজ্জাক, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com